বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

রজনীকান্তের ৪শ’কোটির কুলিতে পরিচালক পারিশ্রমিক নিচ্ছেন ৫০ কোটি

রজনীকান্তকে নিয়ে নির্মিতব্য আলোচিত সিনেমা ‘কুলি’ নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে তুমুল আলোচনা। লোকেশ কানাগরাজ পরিচালিত এ ছবির বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা। রজনীকান্তের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫০ কোটি টাকা, আর পরিচালক লোকেশ নিচ্ছেন ৫০ কোটি-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে মুখ খুলেছেন পরিচালক নিজেই।

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক লোকেশ কানাগরাজ বলেন, ‘রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আপনি যে ৫০ কোটি টাকার কথা বলেছেন, সেটাই আমার পারিশ্রমিক।’

তিনি জানান, এর পেছনে রয়েছে তার আগের সিনেমা ‘লিও’র সাফল্য। সিনেমাটি ৬০০ কোটি টাকার বেশি আয় করেছে। সেই সাফল্যের পর আমার পারিশ্রমিকও দ্বিগুণ হয়েছে। 

নিজের আয় এবং দায়িত্ববোধ নিয়ে পরিচালক বলেন, ‘‘আমি নিয়মিত ট্যাক্স দিই, পরিবার ও বন্ধুদের সাহায্য করতে পারি- এটা একটা তৃপ্তির জায়গা। তবে এই পর্যায়ে আসার পেছনে অনেক ত্যাগ রয়েছে। গত দুই বছর পুরোটা সময়ই ‘কুলি’ নিয়ে ব্যস্ত ছিলাম, এটা আমার দায়িত্ব ছিল।”

‘কুলি’ ১,০০০ কোটি টাকা আয় করতে পারবে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বক্স অফিস নিয়ে দর্শকদের চিন্তার কিছু নেই। এটা প্রযোজক, পরিচালক আর অভিনেতার মাথাব্যথা।

উল্লেখ্য, লোকেশ কানাগরাজ এর আগেও ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। এবার রজনীকান্তকে নিয়ে তার পরিচালনায় ‘কুলি’ ঘিরে দর্শকদের আগ্রহ চূড়ায়।


News Writer

SB

সর্বাধিক পঠিত