রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
ঢাকা জেলার ৭ থানায় নতুন ওসি|dailyfulki
daily-fulki

ঢাকা জেলার ৭ থানায় নতুন ওসি|dailyfulki


স্টাফ রিপোর্টার : লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসিদের পদায়ন করা হয়েছে। তবে পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। 


নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।


এ পদায়নের মধ্যে ঢাকা জেলায় ৭ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ঢাকা জেলার সাভার মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম, আশুলিয়া থানায় রুবেল হাওলাদার, পিপিএম, ধামরাই থানায় নাজমুল হুদা খান, কেরানীগঞ্জ মডেল থানায় এম সাইফুল আলম, পিপিএম, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোঃ সাইফুল আলম, নবাবগঞ্জ থানায় মোঃ আনোয়ার আলম আজাদ ও দোহার থানায় মোঃ আবু বকর সিদ্দিককে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে, ঢাকা জেলার ৭ থানার বর্তমান ওসিকে মুন্সিগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে। যার মধ্যে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞাকে শ্রীনগর থানায়, আশুলিয়া থানার ওসি মোঃ আব্দুল হান্নানকে সিরাজদিখান থানায়, ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলামকে লৌহজং থানায়, কেরানীগঞ্জ মডেল থানার মোহাম্মদ মনিরুল হক ডাবলু, পিপিএম-কে টঙ্গিবাড়ি থানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনকে পদ্মাসেতু উত্তর থানা, নবাবগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলামকে মুন্সিগঞ্জ সদর থানা ও দোহার থানার ওসি মোঃ হাসান আলীকে গজারিয়া থানায় পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
 

সর্বাধিক পঠিত