সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে শারফিন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি রউফুল আলম মুন্সিকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) রাত ২টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় মিরপুর শাহ আলী মাজার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রউফুলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের একদিন পর ২৩ নভেম্বর নিহত শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে রউফুল আলমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন এজাহারভুক্ত একজনসহ দুইজনকে আটক করা হয়েছিল।
ওসি তৌফিক আজম আরও জানান, “মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম, এসআই পার্থ শেখর ঘোষ ও এএসআই আব্দুল জলিলকে সঙ্গে নিয়ে মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকে রউফুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা শারফিন মোল্লা (৬০)কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
