শনিবার, 6 ডিসেম্বর 2025
MENU
daily-fulki

শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩|dailyfulki


মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ সেতুর উপর ইঞ্জিন বিকল হওয়া দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি মো: জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দু’টি জব্দ করে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত