শনিবার, 6 ডিসেম্বর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন|dailyfulki


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের মানড়ায় স্থাপিত জুলাই-আগস্টের স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 


সোমবার (১ লা ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


জানা যায়, ভোরের আলো ফুটার আগে অন্ধকারের মধ্যে একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় স্মৃতিস্তম্ভের কাছাকাছি এসে থামে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ওই গাড়ি থেকে দু’জন ব্যক্তি নামেন। পরে জুলাই-আগস্টের স্মৃতিস্তম্ভের গোড়ায় গাড়ির পরিত্যক্ত ট্রায়ারে আগুন ধরিয়ে দিয়ে সটকে যায়। এই আগুনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্মৃতিস্তম্ভের পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আগুনের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
 

সর্বাধিক পঠিত