ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে চার দিন নিখোঁজের পর একটি পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার ছোট চন্দ্রাইলের অস্ট্রেলিয়ার ব্লু বার্ড এর একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হাসান নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন ও ছোট চন্দ্রাইলে মা-বাবা ভাইবোনদের নিয়ে প্রায় ১০ বছর ধরে ভাড়া থাকতেন।
এলাকাবাসী স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছোট চন্দ্রাইলের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের বড় ভাই মনু মিয়া জানান, গত চারদিন ধরে হৃদয় হাসান নিখোঁজ ছিল। কিভাবে মারা গেছেন তা উদঘাটনের দাবি জানান তিনি।
ধামরাই থানার এস আই ফারুখ হোসাইন বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। এরপরও মৃত্যু রহস্য জানতে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
