সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
এক সপ্তাহে যাচাই করা ১১৩টি ভুয়া তথ্যের ৪৫টিই ভূমিকম্প নিয়ে|dailyfulki
daily-fulki

এক সপ্তাহে যাচাই করা ১১৩টি ভুয়া তথ্যের ৪৫টিই ভূমিকম্প নিয়ে|dailyfulki

স্টাফ রিপোর্টার : ভূমিকম্পে বেশ আতঙ্কই ছড়িয়েছে দেশের মানুষের মনে। ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বেশ কয়েকবারই ভূকম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে আতঙ্কের সঙ্গে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়েছে।

গত এক সপ্তাহে দেশের ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম-রিউমর স্ক্যানার, ডিসমিসল্যাব, ফ্যাক্ট ওয়াচ ও বাংলা ফ্যাক্ট মোট ১১৩টি বিভ্রান্তিকর তথ্য যাচাই করে। তার মধ্যে ৪৫টিই ছিল ভূমিকম্প নিয়ে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও নিয়ে ছিল ২৪টি।

রিউমর স্ক্যানার একাই ৯৪টি ফ্যাক্টচেক করে গত শনিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত। এ ছাড়া ডিসমিসল্যাব ১১টি, ফ্যাক্ট ওয়াচ ৫টি এবং বাংলা ফ্যাক্ট ৩টি প্রতিবেদন প্রকাশ করে।

ভূমিকম্প ছাড়াও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রচার, আন্তর্জাতিক ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য ও সেলিব্রিটিদের নিয়ে ভুয়া ফটো কার্ড নিয়ে ২১টি প্রতিবেদন ছিল ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মগুলোয়।


ভূমিকম্প নিয়ে যত ভুয়া তথ্য
ভূমিকম্পের পর সবচেয়ে বেশি দেখা গেছে বিদেশের ভিন্ন সময়ের ভূমিকম্পের ছবি ও ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করার প্রবণতা। মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ভূমিকম্পের পুরোনো ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, এগুলো বাংলাদেশের ভবনধস বা রাস্তা ফেটে যাওয়ার দৃশ্য, যদিও বাংলাদেশে কোনো ভবনধস হয়নি।

 

সর্বাধিক পঠিত