স্টাফ রিপোর্টার : সাভারে ৬০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টারদিকে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ দুদু মিয়া (৬৫) ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকার মৃত আঃ হাসিমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে গ্রেপ্তার করে এসআই আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুদু মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
