সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
১৬ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে|dailyfulki
daily-fulki

১৬ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে|dailyfulki

স্টাফ রিপোর্টার : প্রায় ১৬ ঘণ্টা পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কন্টোল রুমের এমও রাশেদ বিন খালিদ মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে বস্তির অনেকটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার।

পরে আজ সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোয়া পাঁচ ঘণ্টা ধরে সেখানে আগুন জ্বললেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। পানি সংকটের কারণে সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশে বৌবাজার সংলগ্ন একটি নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করে ফায়ার সার্ভিস।

 

সর্বাধিক পঠিত