মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার|dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।


এরআগে সোমবার রাতে আশুলিয়ার বাসাইদ ও গোহাইলবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকার মৃত রাইজ উদ্দিনের ছেলেমোঃ বশির উদ্দিন ওরফে বশু (৫৫), তিনি শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং আশুলিয়ার বাসাইদ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে তারেক শিকদার (৫৭), তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।


পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার গোহাইলবাড়ী ও বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।
 

সর্বাধিক পঠিত