মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় ‘ক্লুলেস’ হত্যা মামলার আসামী গ্রেপ্তার|dailyfulki


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও পলাতক আসামি মো. শাকিরুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এরআগে, সোমবার বিকালে রাজধানীর মিরপুর বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মো. শাকিরুল ইসলাম (২৬) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সুকানপুকুর ছাতিনালী গ্রামের মো. ওবাইদুল মন্ডলের ছেলে। তিনি রাজধানীর মিরপুর বড়বাজার এলাকার শামীমের অটো গ্যারেজে কর্মরত ছিলেন।


ডিবি পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় (মামলা নং-৬৮) মামলা দায়েরের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী ধরতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৯ নভেম্বর হত্যা মামলার মূল পরিকল্পনাকারী, নিহতের স্বামী মো. বিদ্যুৎ মন্ডলকে (৩৭) গ্রেপ্তার করেন। নিহত নারীর নাম নারগিস আক্তার (২৭)।


গ্রেপ্তার মো. বিদ্যুৎ মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করেন এবং জানান, তার ছোট বোনের জামাই মো. শাকিরুল ইসলামও হত্যার সঙ্গে জড়িত। এরপর পলাতক আসামী মো. শাকিরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য তথ্য প্রযুক্তি ও অন্যান্য কৌশল অবলম্বন করে ২৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে মিরপুর বড়বাজারের শামীমের অটো রিকশার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে জানান, নিহত নারীর নাম নারগিস আক্তার (২৭)। নারগিস আক্তারের হত্যাকাণ্ড ঘটানোর পেছনে তার ভাবী (শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী) এবং স্বামী বিদ্যুৎ মন্ডলের যোগসাজশ ছিল।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, গত ২৭ জানুয়ারি আশুলিয়ার কুমকুমারি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের হয়। এরপর ডিবি ছায়া তদন্ত শুরু করে। ৯ নভেম্বর হত্যার মূল পরিকল্পনাকারী বিদ্যুৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং ছোট বোনের জামাই শাকিরুল ইসলামের নাম জানান। পরে ২৪ নভেম্বর শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করায় তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত