ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সুসংগঠিত করতে 'মক ভোটিং'য়ের আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ভোটার এই অনুশীলনে অংশ নেবেন।
মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি জানান, আগামী শনিবার সকল ধরনের ভোটারদের নিয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং হবে।
ইসি সূত্রে জানা যায়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই থাকবে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দেবেন। শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক।
নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।
মক ভোটিংয়ে একজন ভোটার কেন্দ্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটারের ভোট দিতে কত সময়ের প্রয়োজন হবে, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার-এসব বিষয় দেখবেন নির্বাচন কমিশনাররা। একইসঙ্গে বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটকক্ষে কী ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয়, সেটাও পরীক্ষা করা হবে।
ওই অভিজ্ঞতা থেকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ হওয়া উচিত তা নির্ধারণ করার কথা রয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এজন্য ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।
