মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

সাগরপথে মালয়েশিয়া পাচারচেষ্টা, নারী-শিশুসহ উদ্ধার ২৮|dailyfulki

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী, পুরুষ ও শিশুসহ  ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে কোস্টগার্ড জানতে পারে- মালয়েশিয়া পাচারের উদ্দেশে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এসময় সাগরপথে পাচারের অপেক্ষায় থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়।

 

 

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিভিন্ন প্রলোভন, উন্নত জীবনের আশ্বাস, উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাওয়ার প্রতিশ্রুতি—দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করে আসছিল।

অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত