মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

সিংগাইরে রাতের আঁধারে জাকির হত্যা, রাস্তায় ফেলে রাখা হয় লাশ|dailyfulki


মাসুম বাদশাহ, সিংগাইর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন জাকির  হোসেন (৪৩) নামের এক ব্যক্তি। তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে পুলিশ উপজেলার চান্দহর ইউনিয়নের বকচর-–আনন্দবাজার সড়কের নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


নিহত জাকির হোসেন চর চামটা গ্রামের মৃত বদু মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।


নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার রাত ১০টারদিকে আনন্দবাজারের কথা বলে বাড়ি থেকে বের হন জাকির। এরপর আর ফেরেননি। ভোরে স্থানীয় কামাল হোসেনের মাধ্যমে খবর পান, সড়কের পাশে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন এবং লাশের পাশেই পড়ে থাকা স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন। 


তিনি অভিযোগ করেন, নৃশংস মারধরের ফলে স্বামীর মুখমন্ডল থেঁতলে যায়, যা স্পষ্ট হত্যাকান্ড। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট করে বলতে পারেননি নিহতের স্ত্রী। 


এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, নিহত জাকির হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগে মাদক ব্যবসা নিয়ে জানু নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটেছে। তিনি আরও জানান, থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং দ্রুতই জড়িতদের গ্রেফতার করা হবে।


এদিকে, চান্দহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন জানান, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন এবং দ্রুত তদৗল্প করে দোষীদের শাস্তির দাবি জানান।
 

 

 

সর্বাধিক পঠিত