মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

সিংগাইরেমাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত|dailyfulki

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালসাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও মো. কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

সভায়বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মফতেজুর রহমান খান বিবেক, পল্লী বিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের এজিএম দেবব্রত ভৌমিক, সদর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী, সিংগাইর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা মো. সোহরাব হোসেন ও আজকের পত্রিকারসিংগাইর প্রতিনিধি সুজন মোল্লা।

সভায়আরও উপস্থিত ছিলেন— উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আ. হান্নান, সমাজসেবাকর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা আসমা খান, মৎস্য কর্মকর্তা মোসা: সাদিয়া রহমান, বিআরডিবি অফিসার ইব্রাহীম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নওয়াজ শরীফ, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি মো. আরিফুর রহমান এবং সদর ইউনিয়ন শাখার সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর।

সভায়চুরি, ডাকাতি, যানজট ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি, সচেতনতা তৈরিতে জনসম্পৃক্ততা এবং প্রশাসন-পুলিশ সমন্বয় জোরদারের পরামর্শ দেন।

এরআগে সকাল সাড়ে ১০টায় আগামী ১৪ ডিসেম্বর শহীদবুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহানবিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্নসরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিতছিলেন।

সর্বাধিক পঠিত