গবি প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ এবং প্রতীকী ফাঁসি কার্যকর করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও সাধারণ শিক্ষার্থীদেরআয়োজনে প্রতীকী ফাঁসি কার্যকর এবং মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেন উপস্থিত শিক্ষার্থীরা।
ফাঁসিকার্যকর ও মিষ্টি বিতরণকর্মসূচিতে গকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়। এসময় শিক্ষার্থীদের, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘হ তে হাসিনা, হ তে হত্যাকারী’ স্লোগানদিতে দেখা যায়। ফাঁসি কার্যকরের পর হাসিনার প্রতীকীতেজুতা নিক্ষেপ করেন তারা।
উপস্থিতশিক্ষার্থীরা দাবি করেন, শেখ হাসিনার ফাঁসির রায়ে দীর্ঘ ১৭ বছর এবংজুলাই গণঅভ্যুত্থানে অত্যাচারীত এবং নিপীড়িত সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মুনিয়া রহমান বলেন, ‘আমাদের ক্যাম্পাসে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে এতে আমরা খুশি। তবে যেদিন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকৃত ফাঁসি কার্যকর হবে সেদিন জুলাই আনদোলনের শহীদরা ন্যায় বিচার পাবে।
প্রতীকফাঁসি কর্মসূচীর আয়োজক রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম বলেন, হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার মধ্যে দিয়েই এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। একই সাথে জুলাই আন্দোলন থেকে সাধারণ জনগণ এবং রাজনৈতিক ব্যাক্তিদের শিক্ষা নেওয়া উচিৎ এদেশে একাত্তরে হত্যা চালিয়ে পাকিস্তানে পালিয়ে ছিলো, তেমনি চব্বিশে হত্যা করে ভারতে পালাতে হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মানে আমরা সকলে ঐক্যবদ্ধ যেখানে মূলনীতি হবে সাম্য, সামাজিকতা ও ন্যায় বিচার।
কেন্দ্রীয়ছাত্র সংসদের (গকসু) এজিএস সামিউল হাসান শোভন বলেন, হাসিনার প্রতীকী ফাঁসির মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে সকলঅন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে ন্যায়ের পথে এবং মানবতার পক্ষে। ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোন ফ্যাসিস্টের আধিপত্য ছড়াতে না পারে তারজন্যআমরা সকলে এক হয়ে কাজকরবো।
এরআগে আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় ঘোষণা করার পর গত ১৯নভেম্বর শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসি কর্মসূচী পালন করার উদ্যোগ নিলে সেদিন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এনায়েত এ মাওলা জিন্নাহমারা গেলে কর্মসূচি পিছিয়ে ২৩ নভেম্বর পালনকরার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপকমোহাম্মদ আখতার-উল-আলম সড়কদুর্ঘটনায় নিহতের ঘটনায় কর্মসূচি পিছিয়ে তা সোমবার২৪ নভেম্বর পালন করা হয়।
