স্টাফরিপোর্টার : সাভারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক মটরসাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সোমবার (২৪ নভেম্বর) বেলা১২টারদিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে থেকে র্যালিটি শুরুহয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অতিক্রম করে সাভারের ব্যাংক টাউন এলাকায় এসে শেষ হয়।
এতেমোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপভ্যানসহ কয়েকহাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রার পুরো পথজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক।
ঢাকাজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘মূলত আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকের প্রচারণার অংশ হিসেবেই আজকের এই আয়োজন। র্যালিতে প্রায় ৫-৬ হাজারমোটরসাইকেল ছাড়াও প্রায় ৩০ হাজার মানুষঅংশ নিয়েছে।’
ব্যয়প্রসঙ্গে যুবদলের এই নেতা দাবিকরেন, এত বড় শোডাউনহলেও এতে তার ব্যক্তিগত বা দলীয় বড়কোনো তহবিল ব্যয় হয়নি। তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে যৎসামান্য কিছু ক্যাপ ছাড়া আর কোনো ব্যয়নাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার নিজ খরচে র্যালিতে অংশগ্রহণকরেছে।’
শোভাযাত্রাশেষে মোহাম্মদ আইয়ুব খান সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
