মাসুমবাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত কতিপয় তৌহিদী জনতাকে আসামি করে সদর থানায় মামলা করেছেনআহত আব্দুল আলীম।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে আটটারদিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
পুলিশও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে রোববার সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। একই দিন বেলা ১১ টার দিকেআবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।
পরে, রোববার বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজনআহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হন। তারা সকলেই সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশপরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন টেলিভিশন সংবাদ, সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও ছবি পর্যবেক্ষণকরছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’
