মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

এবার শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে মালয়েশিয়া|dailyfulki

আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা করছে মালয়েশিয়া। অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে ক্রববর্ধমান উদ্বেগের মধ্যে দেশটি এই পথে হাঁটছে। 

স্থানীয় সময় রোববার দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, তাঁর সরকার অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে শিশুদের সাইবার বুলিং, আর্থিক প্রতারণা ও যৌন নির্যাতনসহ বেশ কিছু ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।

সাংবাদিকদের ফাহমি ফাজিল বলেন, তিনি আশা করছেন আগামী বছরের মধ্যেই ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক মাধ্যমের প্রভাব এখন বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটার (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক) মতো কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে মামলার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, তাদের প্ল্যাটফর্মগুলো কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট তীব্র করেছে।

 

অস্ট্রেলিয়ার সরকার আগামী মাস থেকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে যাচ্ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইকরণ অ্যাপের মডেল নিয়ে পরীক্ষা চালাচ্ছে।

মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা নির্ধারণের পরিকল্পনার কথা বলেছিল। কিন্তু পরে তুলনামূলক শিথিল নিয়ম জারি করে। দেশটিতে নেতিবাচক কনটেন্ট (আধেয়) ফিল্টার করা এবং বয়স যাচাই করতে প্রযুক্তি কোম্পানিগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত