সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামে আলোচিত সারফিন মোল্লা হত্যা মামলায় বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে রবিবার (২৩ নভেম্বর) সিংগাইর থানায় এ মামলা করেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকেও আসামি করা হয়েছে।
এর আগে গত ২২ নভেম্বর সন্ধ্যায় চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাজ্জাকের দোকানে চা পান করে বাড়ি ফেরার পথে সারফিন মোল্লার ওপর দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়।
নিহতের ছেলে মোশারফ হোসেন অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রউফুল মুন্সীকে। তিনি একই গ্রামের মৃত রাজ্জাক মুন্সীর ছেলে।
এদিকে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি আব্বাস মোল্লা (৫২) এবং সন্দেহভাজন হিসেবে আজিজ মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
