বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমে যাবে। তিনি আরও মনে করেন যে, এর এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমানো সম্ভব হবে। 

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন।

 

আইন উপদেষ্টা তার বক্তব্যে সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, উল্লেখ করে বলেন, ‘সংস্কার মানে আইনের পরিবর্তন।’ তিনি মনে করিয়ে দেন যে, সংস্কার ‘রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে।’ 

উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রেফর্মের কাজ করছে। তিনি বলেন, ‘ই-রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’ 

 

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে বেশি ভালোবাসে, এবং তারা অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া বাকি থাকা কাজ করবে। এই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত