মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিন শাহরাইল গ্রামের সমেজ উদ্দিন নামে এক কৃষক শর্টসার্কিটের আগুনে সর্বস্বান্ত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তার ৪ টি গরু ও ৪ টি ছাগল। শনিবার (২২ নভেম্বর) রাতে এই অগ্নকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ওই কৃষক।
সমেজ উদ্দিন জানান, শনিবার দিবাগত সন্ধায় গরু ও ছাগলগুলোকে খাবার খাইয়ে গোয়াল ঘর তালা দিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে গরু ছাগলের ডাক-চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরটিতে আগুনে জ্বলছে। এসময় বাড়ি ও আশপাশের লোকজন দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার গোয়াল ঘর ভস্মীভূত ও ৪ টি গরু এবং ৪ টি ছাগল পুড়ে মারা যায়। ধারণা করছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, গবাদিপশুগুলোই ছিল আমার সম্বল। কৃষিকাজ ও গরু-ছাগল লালনপালন করে জীবিকা নির্বাহ করতাম। সর্বস্ব হারিয়ে এখন চোখে সর্ষে ফুল দেখছি। আগুনে আমার ১০-১২ লাখ টাকার ক্ষতি সাধন হয়। বিপদের সময় এলাকার ধর্ণাঢ্য ব্যক্তি ও সরকারী সহযোগীতা কামনা করেন তিনি।
