বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গবি শিক্ষক নিহত | dailyfulki


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতার-উল-আলম (৫০) নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সকালে ধামরাই ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখতার-উল-আলম টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আশুলিয়ার জিরানি এলাকার আব্দুল মান্নান কলেজ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। 


জানা গেছে, রোববার তিনি তার কর্মস্থল গণবিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ধামরাইয়ের ঢুলিভিটা আসতেছিলেন। অটোরিকশাটি ভাড়ারিয়া এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 পরে তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকরা দ্রুত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার আধা ঘন্টা পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


রবিবার দুপুরে তার মরদেহ কর্মস্থল গণবিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। 
জানাযা শেষে মরদেহ দাফনের জন্য টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়। 


মুহাম্মদ আখতার-উল-আলম ২০০৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজে শিক্ষকতা করতেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র। তিনি স্ত্রী ও এক শিশু পুত্র রেখে গেছেন। 


গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবুল হোসেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। 
 

সর্বাধিক পঠিত