আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার মরাগাঙ থেকে ভেসে উঠা এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টারদিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ২ নং ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তারা।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা মরাগাঙের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে অর্ধ গলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুব উল্লাহ সরকার জানান, মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
