আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মো. শহীদুল্লাহ (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) আশুলিয়া থানাধীন কাঠগড়া পলানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
শহীদুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় মাদক নির্মূলে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার পলানপাড়া এলাকার রুহুল আমিনের বাড়ির সামনে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ শহীদুল্লাহকে আটক করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘আশুলিয়া থানা, ঢাকা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
“মাদক নয়, জীবন হোক আলোর পথে” এই শ্লোগানকে ধারন করে ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
