স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির এ সভা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, সভাস্থলের অদূরে পুলিশ ও এপিবিএনর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরা কাজের তদারকি করছেন।
গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সদস্য মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ) বলেন, আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমরা কোনো সহিংসতা চাই না। সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি।
এদিকে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি বা আশেপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।
এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার আগে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়া সকালে সদর উপজেলার টেকেরহাট সড়কের কংশুর নামক এলাকায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ইউএনও এম রকিবুল হাসান বলেন, ১১টার দিকে ওই সড়কে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে সেখানে গেলে আমাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি চালক মইন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের গাড়িতে হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।