ঢাবি প্রতিনিধি : ভূমিকম্পের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণায় হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। আজ বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে গতকাল নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীরা স্বাগত জানালেও তারা সন্তুষ্ট নন।
তারা বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়।
পরপর দুই দিনে ৪ দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। ভূমিকম্পে হল থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
