বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সিংগাইরে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা | dailyfulki


মাসুম বাদশাহ,  মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তরা শারপিন মোল্লা (৬০) নামের এক কুপিয়ে হত্যা করেছে । শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ লোমহর্ষ হত্যাকান্ডের ঘটে।


নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর শারপিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। 


স্থানীয়দের সহায়তায় শারপিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ  রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটিতে  শারপিন মাদবরের  থাকলেও বর্তমান  কমিটিতে তার  নাম নেই বলেও জানা গেছে।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি  ।
 

সর্বাধিক পঠিত