বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত | dailyfulki


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর বলেন “জামায়াতে ইসলামীর কোন এমপি যদি ২ টাকার দুর্নীতি করে, তাহলে তার বিচার সর্বপ্রথম জামায়াতে ইসলামী করবে। দেশের জনগণ দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কেউ যদি জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করে তার পরিনতি খারাপ হবে। জনগণ শুধুমাত্র এইবার ভোট প্রদান করবেনা, তারা ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে ভোটের সঠিক রেজাল্ট নিয়ে বাসায় ফিরবেন।


জামায়াতে ইসলামী সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়ন আয়োজিত শ্যামপুর মৈত্রী ক্লাব মাঠে ঢাকা জেলা মজলিসে শুরা সদস্য ও সাভার থানা আমীর জননেতা মু. আবদুল কাদের এর সভাপতিত্বে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন সহকারী সেক্রেটারী ডাঃ হামীম উদ্দিনের সঞ্চালনায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার তৌফিক হাসান বলেন, আমি তীব্রভাবে পরিবার পরিকল্পনার বিরোধিতা করছি। নেতাদের অযোগ্যতা ও দুর্নীতির কারণে শিক্ষিত যুবকরা বেকার থাকে। নিজেদের অযোগ্যতার কারনে তারা পরিবার পরিকল্পনা করতে বলে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এক হাতে সার্টিফিকেট ও অন্য হাতে কাজ দেয়া হবে। কাজ দিতে না পারলে বেকার ভাতা দেয়া হবে। আল্লাহর ইচ্ছায় যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হতে পারি তাহলে মূল ঢাকার সাথে সংযোগ স্থাপন করার জন্য কামরাঙ্গীচর থেকে একটি ব্রিজ, হাজারীবাগ থেকে একটি ব্রিজ ও বসিলা থেকে একটি ব্রিজ নির্মাণ করবো। এর পাশাপাশি আভ্যন্তরীণ সড়কগুলো প্রশস্ত করা হবে।


সভাপতির বক্তব্যে সাভার থানা আমীর বলেন, আগামীতে জামায়াতে ইসলামী এই দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দিবেনা। চাঁদাবাজি আর দুর্নীতির মাধ্যমে “সবার আগে বাংলাদেশ” আমরা চাইনা। যারা তেঁতুলঝোড়া ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিলে হামলা মামলা করা ও এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিচ্ছেন তাদেরকে জামায়াতে ইসলামী কঠোরভাবে প্রতিহত করবে। আমাদের নিরবতাকে আপনারা দূর্বলতা মনে করবেন না আমাদের হাটুতে বল আছে।


জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারী এডভোকেট শহিদুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারী হাসান মাহবুব মাস্টার, কেরানীগঞ্জ মডেল থানন আমীর আব্দুর রহীম মজুমদার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান, সাভার থানা সেক্রেটারী আসাদুজ্জামান রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুর রহীম, কর্মপরিষদ সদস্য, মোঃ কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য তুরাব আলী, কারিমুল মাওলা, ইউনিয়ন সেক্রেটারী আমিনুল হকসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
 

সর্বাধিক পঠিত