বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সিংগাইরে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধার লড়াই অনুষ্ঠিত | dailyfulki


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ এলাকায় প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে নয়াপাড়া মডেল একাডেমি আয়োজন করেছে “বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫”। শিক্ষার প্রসারে ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকাজুড়ে সৃষ্টি করেছে ইতিবাচক সাড়া।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত নয়াপাড়া মডেল একাডেমি কেন্দ্রে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্র হয়ে ওঠে মেধার মহাসমাবেশ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সার্বিক পরিবেশ ছিল শান্ত, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক। প্রশ্নপত্র প্রস্তুত, উত্তরপত্র সংগ্রহ এবং মূল্যায়ন– প্রতিটি ধাপেই নিশ্চিত করা হয় স্বচ্ছতা ও নিরপেক্ষতা। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব।
অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সেলিম হোসেন এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে বলেন

শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিশুদের চরিত্র গঠন, নৈতিকতা ও দায়িত্ববোধ তৈরিতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক, বিদ্যালয় ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

নয়াপাড়া মডেল একাডেমির পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “মফস্বল এলাকার শিক্ষার্থীদের বড় পরিসরে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। তাদের মননশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, পরীক্ষাভীতি কাটানো এবং সৃজনশীলতা বিকাশে আমরা প্রতিবছর বৃত্তি পরীক্ষা আয়োজন করি। স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতি শতভাগ অঙ্গীকার রেখে এবারও পরীক্ষা পরিচালিত হয়েছে।”
তিনি আরও যোগ করেন, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতি ও মনোযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের মধ্যেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

দুপুর সাড়ে বারোটার দিকে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্র ত্যাগ করে। অভিভাবকেরা এমন শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিদ্যালয় জানায়, বৃত্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে নোটিশ বোর্ড ও অনলাইনে প্রকাশ করা হবে।
 

সর্বাধিক পঠিত