বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আ.লীগের বিচারের দাবিতে এনসিপির মিছিল | dailyfulki


স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার বিচার কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর শাখা।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার পর বাংলামোটরের নেভিগোলী থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় শ্রমিক শক্তি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা রয়েছেন।

এ সময় তারা ‘খুনি হাসিনার বিচার চাই,’ ‘লীগ ধর, জেলে ভর’সহ একাধিক স্লোগান দেন। এনসিপির মিছিলটি শাহবাগ হয়ে মৎস্যভবন এলাকা প্রদক্ষিণ করেছে। 
 

সর্বাধিক পঠিত