বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ার বাইপাইলে ভূকম্পন অনুভূত | dailyfulki


স্টাফ রিপোর্টার : আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সাভারের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হয়।

এর আগে, গতকালও শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সর্বাধিক পঠিত