ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি কলেজের পাঁচজন ছাত্রী কলেজ ক্যাম্পাসে ধূমপান করায় কলেজে তাদের কার্যক্রম ও ছাত্রত্ব সাময়িক স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। ধূমপায়ীদের মধ্যে মানবিক বিভাগের জাকিয়া আক্তার, লিজা আক্তার, সুমনা জিহান, ছামিয়া আক্তার ও আরফিন আনোয়ারের ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্র প্রতিনিধিদের সমন্বিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের কুশুরা নবযুগ কলেজে।
জানা গেছে, কুশুরা নবযুগ কলেজের দ্বিতীয় বর্ষের পাঁচজনছাত্রী কলেজ ক্যাম্পাসে ধূমপান করছিলেন। এ দৃশ্য উযধসৎধর হবংি ২৪.পড়স নামে একটি অনলাইনভিত্তিক মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়। এতে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। এ নিয়ে ওই ছাত্রীদের সনাক্ত করে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্রপ্রতিনিধিদের নিয়ে কলেজে বৈঠক বসে। এ বৈঠকে ওই পাঁচছাত্রীর কলেজে তাদের কার্যক্রম ও ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কুশুরা নবগযুগ কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ নিয়ামুল কবির জানান, পাঁচছাত্রীর ধূমপানের দৃশ্য ফেসবুকে ভাইরাল করায় কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট ছাত্রীদের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) কলেজে তাদের কার্যক্রম ও ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
