মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : বিচার গানের আসরে আল্লাহ, কোরআন ও সৃষ্টি নিয়ে অশালীন-অবমাননাকর মন্তব্যের অভিয়োগে মানিকগঞ্জের বাউল সম্রাট খ্যাত মহারাজ আবুল সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাকে মাদারীপুরের এক গানের অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে গ্রেফতার করা হয়।
এরআগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুর ইউনিয়নের জাবরা বাজারে খালা পাগলীর বাৎসরিক ওরশ ও মেলায় বিচার গানের আসরে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কুটক্তি করেন তিনি। এতে ধর্মপাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন।
যে ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বেশ ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা যায়, আবুল সরকার তার গানে ভক্তদের বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কোন আগা মাথা নেই। আল্লাহ চারবার প্রথম সৃষ্টির কথা বলেছেন। এক মুখে যে দুই কথা কই তারে মুখ কয় না হুক কয়?
একটি আয়াত পরে তিনি পরে বাংলায় অনুবাদ করে ভক্তদের বলেন, আল্লাহর কথার কোন গোহা মাথা পাই না। এক মুখে কথা কয়।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তার বিচারের দাবীতে মানিকগঞ্জ আদালত চত্তরে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলায় বিভিন্ন শ্রেণী পেশার ও আলেম ওলামা ও তওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধনে বলেন, আবুল সরকার আল্লাহর কোরআনের বানী বা সুরা পড়েন ভুল। তিনি সুরা শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এমনকি সুরা ভুল ব্যাখ্যা করে ভক্তদের গানের মাধ্যমে তরজমা করে থাকেন। তিনি নিজে পীর সেজে ভক্তদের ভুল পথে নিচ্ছেন। এমন অভিযোগ করেন ধর্মপ্রাণ বিক্ষোভকারীরা।
এদিকে আল্লাহ ও ইসলাম নিয়ে কুটক্তি করা নিয়ে কয়েকদিন ধরেই ধর্মপাণ মুসল্লিদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। ধর্মপাণ মুসল্লিরা তাকে গ্রেফতারের দাবীতেও বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহীদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মজিবুর রহমান, রমজান মাহমুদ প্রমুখ।
বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে বৃহস্পতিবার ভোর রাতে মাদারীপুর এক গানের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সকালে আবুল সরকারকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে উঠালে ধর্মপাণ মুসল্লিরা তার সর্বোচ্চ শাস্তির দাবীতে আদালত চত্বরে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, জনপ্রিয় বাউল বিচার গানের স্রষ্টা ও বাউল শিল্পী আবুল সরকার সারাদেশে সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত আমজাদ হোসেন।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননা করার অভিয়োগে ঘিওর থানায় একটি মামলা হয়।
ঘিওর থানার ওসি কোহিনুর মিয়া বলেন, এ ঘটনায় থানায় ঘিওর সদর ইউনিয়নের এর কুস্তা গ্রামের বাসিন্দা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
