বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে | dailyfulki


পঞ্চগড় সংবাদদাতা :  উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হতে শুরু করতেই পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় চারপাশ জমে যাচ্ছে।

টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে থাকার পর আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণও ৯৯ শতাংশে পৌঁছেছে। ফজরের পর রাস্তাঘাট প্রায় শুনশান, আর সূর্য উঠলেও শীতের কামড় সকাল জুড়ে বেশ স্পষ্ট।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত ছয় দিন পঞ্চগড়ে তাপমাত্রা ছিল পর্যায়ক্রমে—বুধবার ১৪ দশমিক ৩, মঙ্গলবার ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫, রোববার ১৪ দশমিক ৭, শনিবার ১৪ দশমিক ২ এবং শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে স্থির থাকা শীত আজ আরও বেড়েছে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নামায়।

হঠাৎ বাড়তি ঠান্ডায় সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে। ভ্যানচালক ফালু উদ্দিন জানান, ভোরে বের হলেই হাত-পা জমে আসে, খুব ঠান্ডা লাগে। আবার দুপুরে গরমে ঘেমে উঠতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাতে শীত বাড়ে, আর সকালে সূর্যের তাপে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। আজ ১৩ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। চলতি মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সর্বাধিক পঠিত