স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভা ও আশুলিয়া একত্রিত করে সাভার সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
প্রধান অতিথি বলেন, সাভার আশুলিয়াবাসীর উন্নয়নের কথা চিন্তা করে গত ১২ অক্টোবর সরকারের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব তানজিলা আক্তার সাভার সিটি কর্পোরেশনের বিষয়টি প্রস্তবনা আকারে তুলে ধরেন। সভায় সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকার বিভিন্ন অংশ বিশেষ নিয়ে একটি স্লাইট প্রদর্শন করা হয় এবং সিটি কর্পোরেশন করার পর সুবিধার বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার ও আশুলিয়া এলাকার বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সরকারি বেসরকারিসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। সভার শুরুতে কোরআন থেকে তেলোয়ত এবং ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা-১৯ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন, ঢাকা জেলা উত্তর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সালাউদ্দিন খান নঈম, পৌরসভার তত্ত¦াবধায়ক প্রকৌশলী আমজাদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা ছামছুদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক শওকত আলী মাহমুদ, জামায়াত নেতা লুৎফর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, এনজিও প্রতিনিধি কায়কোবাদ হোসেন প্রমুখ।
