বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নির্বাচন বানচাল করার জন্য বোমাবাজির নির্দেশ দিচ্ছে : আমান|dailyfulki


স্টাফ রিপোর্টার : সাভারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার নির্দেশ দিচ্ছে। তার অনুগত ফ্যাসিস্টরা নির্দেশ পালনের জন্য বোমাবাজি করছে। চোরাগোপ্তা হামলা করছে। গাড়ীতে, বাসে সরকারি বেসরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দিচ্ছে। তাদের আসল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। কিন্ত তাদের সে ইচ্ছা পূরণ হবে না। 

শেখ হাসিনা, আসাদুজ্জামান কামলের ফাঁসির রায় হয়েছে। শীঘ্রই এ রায় কার্যকর করা হবে। বাকী ফ্যাসিস্টদের বিচার করা হবে। দেশ থেকে চিরতরে আওয়ামী ফ্যাসিস্টদের তাড়িয়ে দেয়া হবে।


আমান উল্লাহ আমান বুধবার (১৯ নভেম্বর) সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ, শ্রমিক দল নেতা দ্বীন ইসলাম, বিএনপি নেতা রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা শাওন সরকার, সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, নুরুল মোমিন, আমজাদ হোসেন প্রমুখ।


সভায় আমান আরও বলেন, ভারতে বসে থাকা অপশক্তি কোন দিন কৃতকার্য হবে না। তারা আর দেশের মানুষের সমর্থন পাবে না। আগামী নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এ দেশের মানুষ স্বতফূর্তভাবে অংশ নিবে। ইনশাআল্লাহ সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। পবে তিনি বেশ কয়েকটি গ্রামে নির্বাচনী জনসংযোগ করেন।

সর্বাধিক পঠিত