ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সূয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটারদিকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি ভবনের দু’তলার কার্যালয়টি লক্ষ্য করে বোমাটি ছুঁড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেয়ালে লেগে বোমাটি পাশের টিনসেড ঘরের চালায় পড়ে আগুন ধরে যায়। বিকট শব্দ শুনে বাজারের নৈশ প্রহরী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, বিকট শব্দ পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। চিৎকার দিলে পাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, সূয়াপুর গ্রামীণ ব্যাংক শাখা ভবনে পোট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা আছে। এরমধ্যে পাঁচটি ভাড়া বাসায় পরিচালিত হয়। নিরাপত্তার স্বার্থে প্রতিটি শাখায় গ্রামপুলিশ রয়েছে।
