বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সিংগাইরে তালাবদ্ধ ঘর ভেঙে অভিযোগে পরকীয়া প্রেমিক-প্রেমিকা যুগল আটক|dailyfulki


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া সম্পর্কের জের ধরে তালাবদ্ধ একটি ঘর থেকে দুই সন্তানের জননীসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

 মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দহর ইউনিয়নের চরমূলবর্গ গ্রামে ঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।


স্থানীয় সূত্র জানিয়েছে, চরমূলবর্গ গ্রামের এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের যুবক রিফাত হোসেন (২২)-এর সঙ্গে প্রায় দুই বছর ধরে পরকীয়া সম্পর্কে জড়িত। মোবাইল ফোনের মাধ্যমে শুরু হওয়া এই যোগাযোগ ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নিলে রিফাত মাঝে মাঝেই ঢাকার গুলশানে কর্মস্থল থেকে ওই নারীর বাড়িতে আসতেন বলে  স্থানীয়দের দাবি।


মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রিফাত ওই নারীর স্বামীর বাড়িতে এলে দু’জন ঘরের ভেতর তালা লাগিয়ে অবস্থান করেন। এতে প্রতিবেশীদের সন্দেহ সৃষ্টি হলে তারা বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে এসআই মো. ফজলুল হক সঙ্গীয় পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে ঘর থেকে তাদের আটক করেন। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর ভিড় লেগে যায়। পরে পুলিশ আটক দু’জনকে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। বুধবার সকালে ২৯০ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

 

সর্বাধিক পঠিত