বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন | dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি চলন্ত শ্রমিকবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 


মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টারদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় সম্ভার ফিলিং স্টেশনের সামনে সিমা-সিমলা এন্টারপ্রাইজ নামের চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে।


বাসের চালক ও মালিক জানান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে বাসটি ডিইপিজেডের দুই পোশাক কারখানার শ্রমিকদের নিতে যায়। নতুন ডিইপিজেড সংলগ্ন সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বাসের পিছনের সিটে হঠাৎ আগুন দেখতে পান। পরে বাসটি সড়কে থামিয়ে চালক পুলিশের সহায়তা চায়। পরে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
 

সর্বাধিক পঠিত