স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা সদর ইউনিয়নের চাপাইন নিউ মডেল হাইস্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণী সমাপনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) চাপাইন নিউ মডেল হাইস্কুলের সভাকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহীমের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল মেয়র মোঃ হাসান মাহাবুব মাস্টার এবং দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সভায় সার্বিকভাবে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিদ্যালয়ের শিক্ষা পরিবেশকে আরও গতিশীল করে।
