বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন | dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা মালামালের একাংশ পুড়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বড়াবাড়ী এলাকায় সড়কের পাশে নানা ধরনের সবজি ও মশলা ভর্তি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যান চালক। ভোরে পিকআপে ভ্যানে থাকা সবজি ও মশলার ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন, পেঁয়াজ পুড়ে গেছে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। 
 

সর্বাধিক পঠিত