আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টারদিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ফাউন্টেন ম্যানুফ্যাকচারিং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ডিইপিজেডের হপইক (বাংলাদেশ) কারখানায় সিনিয়র কার্ডিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফাউন্টেন গার্মেন্টসের সামনে ময়লা বোঝাই একটি পিকআপ হঠাৎ সামনে থাকা ফাউন্টেন কারখানার কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে মিজানুর দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তবে ডিইপিজেডের শ্রমিকদের একটি অংশের দাবি, ঘটনা শুধু দুর্ঘটনা নয়—ফাউন্টেন গার্মেন্টসের কাভার্ড ভ্যানটি ইচ্ছাকৃতভাবেই মিজানুর রহমানকে চাপা দিয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
নাইম নামে এক শ্রমিক বলেন, আমরা ঘটনাস্থলের কাছেই ছিলাম। ভ্যানটি যেভাবে মিজানকে চাপা দিয়েছে, সেটি আমাদের কাছে সাধারণ দুর্ঘটনা মনে হয়নি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলেই সন্দেহ হচ্ছে।
নিহতের এক স্বজন জানান, মিজানই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল বুঝতে পারছি না। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি বলেন, দুটি গাড়িই জব্দ করা হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয়তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
