সোমবার, 17 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় মিনিবাসে আগুন | dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গ্রামীন পরিবহণের একটি মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 


সোমবার (১৭ নভেম্বর) ভোর ৬ টারদিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার স্টারলিং গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। 


বাসের চালক পিন্টু মিয়া জানান, ভোরে গ্রামীন পরিবহণের একটি বাস (নং ঢাকা মেট্রো জ ১৪-১৮৮৬) হেলপার ধুয়ে মুছে সড়কের পাশে পার্কিংয়ে রেখে বাথরুমে যায়। এই সুযোগে আগুন দেয় এবং ঢিল ছুঁড়ে বাসের কাঁচ ভেঙে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। 


আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভোরে একটি মিনিবাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় আশুলিয়া থানার ওসি অপারেশন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
 

সর্বাধিক পঠিত