সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা এড়াতে মানিকগঞ্জের সিংগাইরে মাঠে নেমেছে উপজেলা বিএনপি।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির সভাপতি মো. আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানীমুখী মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ভাষা শহীদ রফিক এলাকায় অবস্থান নেয়।
এ সময় আবিদুর রহমান খান রোমান বলেন, “আওয়ামী লীগের কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, কঠোর হাতে দমন করা হবে।” তিনি দলের সকল নেতাকর্মীকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ মো. আসাদ উল্লাহ আজাদ , যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, শেখ আব্দুস সোবহান, যুব বিষয়ক সম্পাদক হাছান আলী, যুবদল সদস্য সারোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রোমান নেতৃত্বের এই অবস্থান কর্মসূচি ব্যাপক গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
