রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
সিংগাইর ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি | dailyfulki
daily-fulki

সিংগাইর ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি | dailyfulki


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইসলামী ব্যাংক পিএলসি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ লাগা আগুনে মুহূর্তেই ব্যাংকের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী।


ব্যবস্থাপক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখায় ব্যাংকের ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসি, বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, “দুইটি ইউনিটের সদস্যরা দ্রুত কাজ শুরু করায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি।


এ ঘটনার পর সোমবার (১৭ নভেম্বর) সকালে ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একে এম মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করেন।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী। তিনি বলেন, “ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ করছি।
 

সর্বাধিক পঠিত