বুধবার, 16 জুলাই 2025
MENU
daily-fulki

মহাসমাবেশ সফল করতে সাভারে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ


স্টাফ রিপোর্টার : আগামী ১৯ জুলাই, শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাভারে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ইয়ামিন চত্ত্বর ঘুরে সড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।


মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশের সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। পাশাপাশি একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রয়োজন, যাতে জনগণ তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত শিষ্টাচার বজায় রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করা। পাশাপাশি জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান।


মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা মো. শাহাদাত হোসাইন, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম,  রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর ও এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের, ঢাকা জেলা শিবির সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

 

মিছিলে নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বহন করে অংশগ্রহণ করেন। পরে সাভার সিটি সেন্টার এলাকায় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে সমাবেশ-সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।


 


News Writer

SB

সর্বাধিক পঠিত