আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ জয়নাল আবেদীন (৭০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এরআগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন (৭০) আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত আঃ রহমান মজিবরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকার তৌহিদ নিটওয়্যার গামেন্টস্ এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে জয়নাল আবেদীন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
