রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন | dailyfulki
daily-fulki

সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন | dailyfulki


স্টাফ রিপোর্টার :  ৫ ঘণ্টার ব্যবধানে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরআগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একই মহাসড়কের গেন্ডা এলাকার ইউটার্নে পার্কিং করা শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলে আসা তিনজন দুবৃত্ত ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত চলছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনে বাসটির প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, রাজফুবাড়িয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা ভোররাতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া গেন্ডা এলাকায় যে বাসটিতে আগুন লেগেছিল সেটি মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জিজ্ঞাসাবাদে ওই বাসের চালক পুলিশকে জানিয়েছেন।
 

সর্বাধিক পঠিত