সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। আজ রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ইতিহাস পরিবহনের বাসের মালিকের নাম মো. এনামুল হক বলে জানা গেছে। তবে চালকের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ৩টা চুয়াল্লিশ মিনিটে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরের অংশ পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রমতে, রাতে ইতিহাস পরিবহনের বাসটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে পার্কিং করা ছিল। সেই সময় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
